ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
MostPlay

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আলমগীর হোসেন (৪২) নামে এক ব্যাবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আলমগীরের স্ত্রী আটঘর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বিথি বেগম (৩৬) । রবিবার (১২ ডিসেম্বর) সকাল নয়টার দিকে সালথার আটঘর ইউনিয়নের নাওড়াকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সালথার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা মৃত রামজান মোল্লার ছেলে। নিহত আলমগীর হোসেনের ১৪ বছর বয়সী এক প্রতিবন্দী ছেলে সন্তান রয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায় সকালে আলমগীর তাঁর স্ত্রী বিথি বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে আটঘর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন।

পথে নাওড়াকান্দী এলাকায় বিপরিত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। আটঘর ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া বেগম জানান, নিহত আলমগীর হোসেন রবিবার সকালে তাহার স্ত্রী আটঘর হাই স্কুলের শিক্ষিকা বিথি বেগমকে মোটর সাইকেল যোগে স্কুলে পৌছে দেওয়ার উদ্যেশ্যে বাড়ী থেকে রওনা হয়।

নাওড়াকান্দী এলাকায় পৌঁছালে বিপরীত মুখী দুটি দ্রতগামী মোটর সাইকেল এসে তাদের গাড়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেনের মৃত্যু হয়। আহত বিথিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, পরিবারের আপত্তি না থাকায় মৃতদেহটি বিনা ময়না তদন্তে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password