মোল্লাহাটে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১ আহত ২০

মোল্লাহাটে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১ আহত ২০

বাগেরহাটের মোল্লাহাটে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আসাদ শেখ (৭০) নামে একজন নিহত ও নারীসহ ২০ জন আহত হয়েছেন। নিহত আসাদ শেখ চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী মামুন শেখের চাচা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাষন গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের ঘটনার পরপরই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চলছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। 

পুলিশ জানায়, মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাষন গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ইউপি সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে শুরু হয়। এক পর্যায়ে ইউপি সদস্য প্রার্থী কিবরিয়ার কর্মী-সমর্থকদের হামলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মামুন শেখের চাচা আসাদ শেখ নিহত ও উভয় পক্ষের নারীসহ

২০ জন আহত হয়। নিহত আসাদ শেখ শাষন গ্রামের মৃত কানাই শেখের ছেলে। এরপর পরই গোটা এলাকায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর ও হামলা করা হয় বাড়ি ঘরে। পুলিশ আহতদের উদ্ধার করে মোল্লাহাট ও গোপালগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। এখনও দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চলছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।   

মন্তব্যসমূহ (০)


Lost Password