ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ নিহত ১, আহত ১৫

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ নিহত ১, আহত ১৫

 হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।  এর মধ্যে  গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  রোববার  (২৩ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালা বহরপুর গ্রামের বাজারে এ ঘটনা ঘটে।

 এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের মাঠে ৩-৪ দিন আগে অনুষ্ঠিত ফুটবল খেলায় ওই গ্রামের আব্দুস শহীদ মিয়ার ছেলে সুমন মিয়া ও একই গ্রামের মৃত আকল মিয়ার ছেলে নবেল মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সুমন মিয়া আহত হয়।

এ ব্যাপারে সুমনের ভাই দিলবার হোসেন শনিবার বিকেলে নবেল মিয়ার মায়ের কাছে বিচার দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করেন। এর জের ধরে রবিবার রাত ১০ টার দিকে নবেল মিয়া তার ভাই আলফাজ মিয়া, বেলাল মিয়াসহ ৬-৭ জনের একদল লোক সুমন মিয়াকে স্থানীয় সারং বাজারে ধাওয়া করলে সুমন আত্মরক্ষার্থে দৌড়ে বাড়িতে চলে যায়।

এ সময় উভয় পক্ষই হাঁকডাক দিয়ে বের হলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে দিলবার হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 খবর পেয়ে নবীগঞ্জ থানার (ওসি)  আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে,মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password