নারায়নগঞ্জ হতে গাড়ী ছিনতাই চক্রের ০৫ সদস্য আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

নারায়নগঞ্জ হতে গাড়ী ছিনতাই চক্রের ০৫ সদস্য আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার
MostPlay

অদ্য ২৮ আগস্ট, শনিবার বিকালে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা হতে সংঘবদ্ধ গাড়ী ছিনতাই চক্রের মূলহোতাদের আটকের বিষয়ে নিম্নোক্ত বিবৃতি দেয়। বিডিটাইপের পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলোঃ

গত ১১ আগস্ট ২০২১ তারিখ রাজধানীর দারুস সালাম এলাকা হতে গাড়ী ছিনতাই চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে উদ্ধার করা হয় ০৪টি পিকআপ। বর্ণিত গ্রেফতারকৃদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হয়। এছাড়া বেশ কয়েকজন ভুক্তভোগী হতেও তথ্য পাওয়া যায়। ফলে র‌্যাব গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ আগস্ট ২০২১ ইং তারিখ বিকাল হতে রাত পর্যন্ত র‌্যাব-৪ এর অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে গাড়ী ছিনতাই চক্রের মূল সমন্বয়ক/ মূলহোতা (১) মোঃ আজিম উদ্দিন (৩৮), জেলা- নোয়াখালী ও সহযোগী যথাক্রমে (২) মোঃ রফিক উল্লাহ (২৬), জেলা- নোয়াখালী, (৩) মোঃ সেলিম (৫০), জেলা- নোয়াখালী, (৪) মোঃ কামরুল হাসান (২৬), জেলা- নোয়াখালী এবং (৫) ওমর ফারুক (২৫), জেলা- নোয়াখালীদেরকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ০৩ টি পিকআপ, ০১ টি সিএনজি, ০১ টি পিস্তল, ১ রাউন্ড গুলি, ০৩ টি ছোরা, ০১ টি চাইনিজ কুড়াল, ০৬টি মোবাইল এবং নগদ ১২,০০০/- টাকা ।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সংঘবদ্ধ যানবাহন/গাড়ী ছিনতাই/ চুরি চক্রের সদস্য। এই সংঘবদ্ধ গাড়ী ছিনতাই কারী চক্রের সাথে ১৫-২০ জন জড়িত। এই চক্রের মূল হোতা ও সমন্বয়ক গ্রেফতারকৃত আজিম উদ্দিন। গত ১১ আগস্ট ২০২১ তারিখ এবং সদ্য অভিযানে গ্রেফতারকৃতরা তার অন্যতম সহযোগী। বিগত ৫-৬ বছর যাবত এই দলটি সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটে সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চল হতে ইতিমধ্যে শতাধিক গাড়ী ছিনতাই/চুরি করেছে বলে জানায়। এ পর্যন্ত এই চক্রটি গাড়ী ছিনতাইয়ের মাধ্যমে কোটি টাকার অধিক কারবার করেছে বলে জানায়। গ্রেফতারকৃতরা সাধারনত ঢাকা-চট্টগ্রাম রুটসহ নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুর এর আশপাশের এলাকায় পিকআপ, সিএনজি ছিনতাই/চুরি করে থাকে। তাদের কৌশল সম্পর্কে জানায় তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে কাজ করে থাকে। উক্ত গ্রেফতারকৃত সংঘবদ্ধ গাড়ী ছিনতাই চক্রের মূলহোতাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ।

মন্তব্যসমূহ (০)


Lost Password