স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ,যশোর থেকে:- আজ ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস।স্বাধীনতা পূর্ববর্তী বাঙ্গালি জাতির মুক্তির আন্দোলন যখন বেগবান তখন ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙ্গালি জাতির পিতা, রাখাল রাজা খ্যাত মহাপুরুষ, বাঙ্গালি জাতির ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকাশ্যে বিশাল জনসমুদ্রে এ দেশের মানুষের মুক্তির ডাক দেন। এক ইতিহাসিক ভাষণে তিনি চুড়ান্ত আন্দোলন এবং মুক্তির পথ দেখান।
দিবস টি উপলক্ষ্যে সারাদেশ ব্যাপি বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।সেই ধারাবাহিকতায় আজ বেলা এগারোটায় বাংলাদেশ ছাত্রবন্ধু ফাউন্ডেশন এর পক্ষ থেকে যশোরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রবন্ধু ফাউন্ডেশন নামের একটি ছাত্র সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন উক্ত ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক যশোর জেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক জনাব শরীফ এ মাসউদ হিমেল, সভাপতি জনাব শরীফ এ মামুন নোবেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আল আমিনসহ অনন্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোট যশোরের সম্মানিত আহ্বায়ক জনাব মুর্শিদ হাসান ইমন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন