বোয়ালখালীতে ১২০ জন কৃষক পেলেন রবি প্রণোদনা

বোয়ালখালীতে ১২০ জন কৃষক পেলেন রবি প্রণোদনা
MostPlay

চট্টগ্রামের বোয়ালখালীতে ১২০ জন প্রান্তিক কৃষক পেয়েছেন রবি প্রণোদনা।

৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১২০জন কৃষককে রবি প্রণোদনা হিসেবে হাইব্রীড ধান, ভুট্টো, সরিষা, ফেলন, চীনাবাদাম ও শীতকালীন মুগ ডালের বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

এ সময় উপজেলার ১০টি কৃষক সংগঠনকে ১০টি সেচ পাম্প ও ৫০০ কৃষককে বিভিন্ন প্রকারের শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেন, করোনাকালীন সময়ে কৃষকদের সহায়তা করা বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যোগ। সরকারের উদ্যোগকে কাজে লাগিয়ে কৃষকরা উপকৃত হবেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যাস শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল হক টিপু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password