বোয়ালখালীতে মাইক্রোবাস ও নগদ টাকাসহ দুই ছিনতাইকারী আটক

বোয়ালখালীতে মাইক্রোবাস ও নগদ টাকাসহ দুই ছিনতাইকারী আটক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতল মোড় হতে হাতে নাতে দুইজন ছিনতাইকারীকে মাইক্রোবাস,নগদ টাকা ও মোবাইলসেট সহ আটক করেছে পুলিশ।

২৩ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে ফুলতল এলাকা হতে আটক করে বোয়ালখালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, রামু উপজেলার মারিচ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার মৃত ওমর ফারুকের ছেলে আলা উদ্দিন (২২) ড্রাইভার ও মৃত আমির হোসেন ছেলে ওসমান গনি (১৯) হেলপার।

জানা যায়,চকরিয়া হতে ভাড়াই চালিত মাইক্রোবাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হয়ে মইজ্জারটেকে এসে সব যাত্রী নামিয়ে দিয়ে কাজল ত্রিপুরা নামক এক যাত্রী ছাড়া। একা যাত্রী নিয়ে গন্তব্যস্থানে না গিয়ে উল্টো কক্সবাজারে উদ্দেশ্যে রওনা দিলে যাত্রী কাজল ত্রিপুরার সন্দেহ হলে হেলপারকে বললে, সে ধমক দিয়ে চুপ থাকতে বলে তখন যাত্রী কাজল ত্রিপুরা চিৎকার করলে গাড়িটি পটিয়া বাদামতল হতে বোয়ালখালী বিকে গার্মেন্টস এর সামনে নগদ ২০০০টাকা ও মোবাইল নিয়ে চলন্ত গাড়িতে হতে ধাক্কা দিয়ে যাত্রীকে ফেলে দেয়। স্থানীয় লোকজন ও পুলিশ টিম ফুলতল এলাকা হতে তাদেরকে আটক করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম ঘটনার সত্যতা স্বীকার এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password