কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ।
৬ ডিসেম্বর (রবিবার) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শেখ শহিদুল আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক নুরুল গণি শাহ্, আওয়ামী লীগ নেতা মো. রফিক, বেলাল মো. সাইফুদ্দীন, মো. ইব্রাহীম, পৌরসভা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক তালুকদার, পৌর আওয়ামী লীগ নেতা মঈনুদ্দিন বাদল, আবুল কাসেম, জে এস বাহাদুর, মো. সোলায়মান, মো. ইমরান, মো. পারভেজ, মো. সেলিম প্রমুখ। এ সময় বোয়ালখালী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া অবিলম্বে হেফাজত নেতা বাবু নগরী ও মামুনুল হককে জাতীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেওয়া উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বক্তারা কঠোর কর্মসূচীর হুশিয়ারি দিয়েছেন।
প্রতিবাদ সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন