তফসিল ঘোষণা : ১১ এপ্রিল বোয়ালখালী পৌরসভা নির্বাচন

তফসিল ঘোষণা : ১১ এপ্রিল বোয়ালখালী পৌরসভা নির্বাচন
MostPlay

ষষ্ঠ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল বোয়ালখালী পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

৩ মার্চ (বুধবার) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সচিব বলেন, নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। ১১ এপ্রিল হবে ভোট।

ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার সবকটি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) এ ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। এ ধাপের বাকী পৌরসভাগুলো হলো- কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা, ঝালকাঠির ঝালকাঠি পৌরসভা, ফরিদপুরের ভাঙ্গা, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া, দিনাজপুরের সেতাবগঞ্জ এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ, যশোরের নওয়াপাড়া (অভয়নগর)।

মন্তব্যসমূহ (০)


Lost Password