স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর থেকে:- কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাবের হলরুমে সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান। সভার শুরুতে শোকাবহ আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎ বরনকারী এবং করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও আত্মর শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অতিথিদের বার্ষিক প্রতিবেদনের ফাইল প্রদান করেন সাধারন সম্পাদক মোতাহার হোসাইন। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন সিনিয়র সদস্যবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান। সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন মোতাহার হোসাইন। কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ সামছুর রহমান। দপ্তর সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন দপ্তর সম্পাদক মশিয়ার রহমান ও প্রেসক্লাবের সাংবাদিক কল্যান তহবিলের প্রতিবেদন উপস্থাপন করেন নুরুল ইসলাম খান।
এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নেয় কেশবপুর প্রেসক্লাবের সদস্য জয়দেব চক্রবর্ত্তী, আব্দুল হাই সিদ্দিকী, আব্দুস সালাম, দিলীপ মোদক, কবির হোসেন, শেখ শাহীন, উৎপল দে, রমেশ চন্দ্র দত্ত, উদয় শংকর সিংহ ও কামরুজ্জামান রাজু।
তাদের প্রশ্নের উত্তর দেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।
দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাডভোকোট আবু বক্কর সিদ্দিকি, প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন