আমার চুরি যাওয়া ফোন সবচেয়ে জনপ্রিয়: পরিকল্পনামন্ত্রী

আমার চুরি যাওয়া ফোন সবচেয়ে জনপ্রিয়: পরিকল্পনামন্ত্রী
MostPlay

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে অবশেষে; এই ফোন উদ্ধার করতে পুলিশসহ অনেকেই মন্ত্রীর খোঁজ খবর নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।


আজ সোমবার (১৯ জুলাই) নবনিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সংবর্ধনা উপলক্ষে এনইসি সম্মেলনে কক্ষে এক অনুষ্ঠানে একথা জানান পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, আমার চাইতে আমার মোবাইল ফোনটা বেশি জনপ্রিয়। আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। অনেকে খোঁজ খবর নিয়েছেন। পুলিশ বাহিনীকে ধন্যবাদ, তারা শেষ পর্যন্ত আবার ফোনটি আমার হাতে এনে দিতে পেরেছেন। এর আগে গণমাধ্যমকে পরিকল্পনামন্ত্রী বলেন, মোবাইল ফোনটি আমার অনেক প্রিয়। আমার ছেলে এটি উপহার দিয়েছিল।

প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ে নতুন একটি ইঞ্জিন যুক্ত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে কাজ করি। এর মধ্যে প্রতিমন্ত্রীর নিযুক্তি আমাদরে শক্তি আরও বাড়াবে। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রসঙ্গত, ৩১ মে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি। গাড়ির গ্লাস খুলে ফোন হাতে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরদিন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password