জ্বীনের টাকার লোভে বোনকে হত্যা

জ্বীনের টাকার লোভে বোনকে হত্যা
MostPlay

রংপুরের পীরগাছায় চাঞ্চল্যকর পুলিশ পরিদর্শকের স্ত্রী আকলিমা বেগম (৩০) হত্যা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শহিদুল ইসলাম আকলিমা বেগমের আপন ছোট ভাই।

গতকাল সোমবার বিকালে শহিদুল ইসলামকে আদালতে তোলা হলে বোনকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। এর আগে রবিবার গভীর রাতে উপজেলার ইটাকুমারী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।পীরগাছা থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহিদুল ইসলামকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি জ্বীনের টাকা পাওয়ার লোভে বোনকে পুকুরে নামিয়ে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেন।

গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার তালুক ঈসাদ ডারার পাড় গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে আকলিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।আকলিমা বেগম ওই গ্রামের ফজল মাহমুদের স্ত্রী। ফজল মাহমুদ পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।

পরে ওই দিন রাতেই শহিদুল ইসলামসহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার চার দিন পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password