সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় শ্রমিক নিহত

সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় শ্রমিক নিহত
MostPlay

বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের সাটার খোলার পর বিষক্রিয়ায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম রতন, বয়স ৩২।কুড়িগ্রাম পৌরসভা এলাকায় একটি বাড়িতে আজ মঙ্গলবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের লোকজন ওই শ্রমিককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 নিহত রতন উপজেলার বেলগাছা ইউনিয়নের আত্মারাম গ্রামের মোকছেদ আলীর ছেলে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া গ্রামের মামুনের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের সাটার খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন লুটিয়ে পড়েন।

তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password