কে হচ্ছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী?

কে হচ্ছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী?
MostPlay

করোনা কেড়ে নিয়েছে অনেক মানুষের প্রাণ। করোনা থেকে রক্ষা পায়নি অনেক উচ্চ পদস্থ মানুষও। করোনায় মারা গেছে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তার মৃত্যুতে শূন্য হওয়া ধর্ম প্রতিমন্ত্রীর পদে শিগগিরই নতুন মুখ আসতে পারে। এই বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।গত ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শেখ আব্দুল্লাহ। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করলে ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তার মৃত্যুর পর পদটি এখন শূন্য।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব কাকে দেয়া হতে পারে- তা এখন অনেকটাই নিশ্চিত। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ দেয়ার বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারে থাকায় এ বিষয়ে সরাসরি কেউ মুখ খুলছেন না। ধর্ম মন্ত্রণালয়ের শূন্যস্থানে কাকে বসানো হবে তা নিয়ে ইতোমধ্যে বেশকিছু নাম আলোচনায় এসেছে। 

এর মধ্যে ময়মনসিংহ-৭ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, ঝালকাঠি-১ আসনের বজলুল হক হারুন, চট্টগাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা নদভী এবং চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি এতদিন আলোচনায় ছিলেন।

তবে সব আলোচনা ছাপিয়ে আলোচনায় এসেছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল। শেখ আব্দুল্লাহর পরে তিনিই ধর্ম প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন বলে সোমবার গুঞ্জন উঠেছে। এ গুঞ্জন সত্য হলে এ মেয়াদে সরকারের মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে যোগ দেবেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। 

গত বছর ১৩ জুলাই সর্বশেষ মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। ওই দিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ নেত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আর প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী হন। তারপর মন্ত্রিসভায় আর নতুন কেউ যুক্ত হননি। 

মন্তব্যসমূহ (০)


Lost Password