নতুন পরিকল্পনার কথা জানালেন ভিপি নূর

নতুন পরিকল্পনার কথা জানালেন ভিপি নূর
MostPlay

সুনির্দিষ্ট মৌলিক কিছু দাবির ভিত্তিতে আগামীতে সরকার পতনের আন্দোলনের কথা জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গতকাল শুক্রবার জার্মানির বাংলা বিভাগ ডয়েচে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান তিনি। এ সময় নূর সাম্প্রতিক ধর্ষণ মামলা ও হামলাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন।

কারো কথায় সরকার পতনের আন্দোলন করবেন না জানিয়ে নূর বলেন, এখন কেউ এসে সরকার পতনের আন্দোলন করতে বললেই আমি তা করবো না। কেননা, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের প্রতারণা, দুর্নীতি, শাসনের নামে শোষণ আমরা দেখেছি।

তবে ন্যূনতম কিছু শর্তের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে উঠলে, গণআন্দোলন হলে তাতে যুক্ত হবেন জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাসহ কিছু মৌলিক দাবি চূড়ান্ত হলে এবং তার ভিত্তিতে বর্তমান অবৈধ স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি।

অবৈধ বললেও সরকার পতনের আন্দোলনে এখনই যেতে না চাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ভিপি নূর বলেন, বিএনপি, ঐক্যফ্রন্ট, ইসলামী আন্দোলন- সবাই সরকারের পতন চায়। কিন্তু আমরা সরকারের পতন ঘটালে কারা সরকারে আসবে? তারা দেশে কী মৌলিক পরিবর্তন আনবে?

এ কারণে মৌলিক দাবির ভিত্তিতেই সরকার পতনের আন্দোলনে যাওয়ার কথা ভাবছেন উল্লেখ করে তিনি বলেন, একটা স্বৈরাচারকে সরিয়ে আমরা আরেকটা স্বৈরাচারকে ক্ষমতায় বসাবো না। এ জন্যই দেশের শাসন ক্ষমতায় কিছু মৌলিক পরিবর্তন দরকার।

এই পরিবর্তনের ধরনের বিষয়ে জানতে চাইলে নুরুল হক নূর বলেন, একজন ২-৩ বারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন না। গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণারোপ করা যাবে না। বিচার বিভাগ স্বাধীন করতে হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ থাকবে না। এ ধরনের কিছু জনসম্পৃক্ত ও মৌলিক দাবি ঠিক করছি আমরা। এটি চূড়ান্ত হলে স্বৈরাচার পতন বা সরকারবিরোধী আন্দোলনে যাবো আমরা।

দলে ভেড়াতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল যোগাযোগ করছে জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে কোনো দলে যোগ দেব না। বর্তমান রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে কাজ করবো আমরা।জামায়াতে ইসলামীর রাজনীতি প্রসঙ্গে অপর এক প্রশ্নের উত্তরে কোটা সংস্কার আন্দোলনের নেতা ভিপি নূর বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা নিন্দনীয় ছিল।

সম্প্রতি নূরসহ তার সংগঠনের কয়েকজন নেতাকর্মীর নামে ধর্ষণের অভিযোগসহ দুটি মামলা করেন এক ঢাবি ছাত্রী। এ বিষয়ে নূর বলেন, হাসান আল মামুন ও নাজমুল হাসান ছাড়া আর কারো বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেননি ওই ছাত্রী। এর মধ্যে মামুনের সঙ্গে তার সম্পর্ক ছিল, সেটি কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে।

এ বিষয়ে তিনি আরো বলেন, ওই ছাত্রী আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে পারলে সবকিছু মেনে নেব। কিন্তু এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ হাজির করতে পারেনি সে।

মন্তব্যসমূহ (০)


Lost Password