পরীক্ষার দাবিতে অনশনে জাবির দুই শিক্ষার্থী

পরীক্ষার দাবিতে অনশনে জাবির দুই শিক্ষার্থী
MostPlay

তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের (২১০৬-১৭ সেশনের) দুই শিক্ষার্থী। তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন একই ব্যাচের আরও কিছু শিক্ষার্থী।

অনশনে থাকা দুই শিক্ষার্থী হলো- প্রাণিবিদ্যা বিভাগের নুর হোসেন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের নাঈম শেখ। রোববার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে এই অনশন কর্মসূচি শুরু করেন তারা।

অনশনে থাকা প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নুর হোসেন বলেন, গত তিন বছর যাবৎ তৃতীয় বর্ষে পড়ে আছি। পরীক্ষার জন্য উপাচার্যকে স্মারকলিপি দিলে তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলেন তিনি। এক মাস হয়ে গেলেও এখনো কোনো উত্তর আসেনি। আজকে উপাচার্যের সাথে কথা বললে তিনি রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে পরীক্ষা নিতে পারবেন না বলে জানান।

ঈদুল ফিতরের আগেই অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে তাদের পরীক্ষা নেয়ার দাবি জানান অনশনরত দুই শিক্ষার্থী।

বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এবং প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মোতাহার হোসেন অনশনরত দুই শিক্ষার্থীর সাথে দেখা করতে আসেন। দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন জানিয়েছেন তারা।

এর আগে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন ও উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password