দুই সন্তান সিজারে, করোনা নিয়ে সিজার ছাড়া তৃতীয় সন্তানের জন্ম

দুই সন্তান সিজারে, করোনা নিয়ে সিজার ছাড়া তৃতীয় সন্তানের জন্ম
MostPlay

চিকিৎসা বিজ্ঞানে সচারাচার যা ঘটতে দেখা যায় না, তাই হয়েছে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে। আগের দুটি সন্তান হয় সিজার অপারারেশনের মাধ্যমে। তৃতীয় সন্তান স্বভাবত কারণে সিজারের মাধ্যমে হওয়ার কথা। কিন্তু দেহে করোনা নিয়ে কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই তৃতীয় সন্তান জন্ম দিয়েছেন আশা বেগম (৩২) নামে এক গৃহবধূ। 

বৃহস্পতিবার সকালে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে কন্যা সন্তানের মা হন তিনি। বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুনন্নবী জানান, করোনা হাসপাতালে সন্তান প্রসবের কোনো ব্যবস্থা নেই। তারপরও এখানে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়দের আন্তরিকতায় অস্ত্রোপচার ছাড়াই আশা বেগম কন্যা সন্তান প্রসব করেছেন। আশা বেগমের আগের দুটি সন্তান সিজারের মাধ্যমে হয়।  এই সন্তান অস্ত্রোপচার ছাড়াই হয়েছে। এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না। 

তিনি বলেন, আশা বেগম গাইবান্ধা সদর উপজেলার ব্রিজ রোডের বাসিন্দা। তিনি গত ৩১ আগস্ট করোনায় আক্রান্ত হন। ৯ মাসের গর্ভবতী থাকার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ১ সেপ্টেম্বর রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে প্রসব ব্যথা শুরু হলে সন্তান প্রসবের জন্য আমরা বেশ কয়েকবার রমেক হাসপাতালে যোগাযোগ করি। কিন্তু সেখান থেকে কোনো সারা পাইনি। তাই এই হাসাপাতালে সন্তান প্রসব করার সুবিধা না থাকা সত্ত্বেও সকলের আন্তরিকতায় অস্ত্রোপচার ছাড়াই  প্রসব করা সম্ভব হয়েছে। বর্তমানে মা ও বাচ্চা দু’জনই সুস্থ রয়েছে। বাচ্চাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মা করোনা হাসপাতালে চিকিৎসাধীন। 

মন্তব্যসমূহ (০)


Lost Password