যানজটের খোঁজ জানা যাবে অ্যাপ দিয়ে

যানজটের খোঁজ জানা যাবে অ্যাপ দিয়ে
MostPlay

মুহাম্মদ মোহছিয়ুল হক একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। চাকরি করতেন টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান রবিতে। রবি তাদের কর্মীদের নিয়ে ২০১৭ সালে একটি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল, প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে প্রাত্যহিক জীবনের সমস্যা সমাধান করা যায়। সেখানে রবির কর্মীরা নিজেদের বিভিন্ন ইনোভেশন আইডিয়া সবার সামনে তুলে ধরেন। এই প্রতিযোগিতায় মুহাম্মদ মোহছিয়ুল হকও অংশ নেন। সেখানে তিনি ‘পিপ দ্য প্লেস’-এর আইডিয়া দিয়ে তৃতীয় হন।

এক বছরের বেশি সময় আইডিয়াটি নিয়ে কাজ করেন মোহছিয়ুল হক। তিনি বলেন, ‘শুরুর দিকে এমন প্রকল্প নিয়ে কাজ আগে করেছে এমন কোনো প্রকৌশলী খুঁজে পাচ্ছিলাম না। কয়েকজন প্রকৌশলীকে সঙ্গে নিয়ে রাত-দিন গবেষণা করতে হয়েছে আমাদের। পরে নানা পরীক্ষা-নিরীক্ষা করে সফল হয়েছি পুরো সফটওয়্যার ও সিস্টেমটি তৈরি করতে। অবশেষে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ‘পিপ দ্য প্লেস’-এর।

পিপ দ্য প্লেস প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ সড়ক বা স্থানের সরাসরি লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেই স্থানগুলোতে সিসি ক্যামেরা সংযোজন করা আছে। ব্যবহারকারীরা ‘পিপ দ্য প্লেস’-এ লগইন করে সেই স্থানের সরাসরি ভিডিও দেখতে পারবেন।

একজন ব্যবহারকারী ১৬ বার পর্যন্ত ক্লিক করে বিনা মূল্যে সেবাটি ব্যবহার করতে পারবেন। কিন্তু পরে ব্যবহার করতে চাইলে মাসিক ৩০ টাকা হারে চার্জ দিতে হবে। অর্থাৎ একেবারে বিনা মূল্যে ব্যবহার করা যাবে না সেবাটি। এই পর্যন্ত মোট চার লাখ ব্যবহারকারী পি দ্য প্লেস ব্যবহার করেছেন। আর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ৪০ হাজারের বেশি।

পিপ দ্য প্লেস ব্যবহার করতে প্রথমে এই ঠিকানা https://cutt.ly/gcCC51g থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর ফোন নম্বর, মেইল আইডি দিয়ে নিবন্ধন করতে হবে। ফোন ভেরিফিকেশনের পর অ্যাপটিতে লগইন করা যাবে।

অ্যাপটি চালু করলেই হোম পেজে গুগল ম্যাপের মধ্যে অনেক ক্যামেরার আইকন দেখা যাবে। লোকেশন অনুযায়ী সিসি ক্যামেরার এই আইকনগুলোতে ক্লিক করলে ‘snap’ ও ‘stream’ নামে দুটি অপশন দেখা যাবে।

‘snap’ অপশনে ক্লিক করলে লাইভ স্টিল ছবি আকারে রাস্তার অবস্থা দেখা যাবে। নিচে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে চাইলে ছবিটি ডাউনলোড করা যাবে। পাশে থাকা শেয়ার আইকনে ক্লিক করে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।

stream ক্লিক করলে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাবে। অ্যাপটির ওপরে রয়েছে সার্চ বাটন। সেখানে ক্লিক করে কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করে যে যে লোকেশনে ক্যামেরা আছে তা নির্ধারণ করা যাবে।

অ্যাপটির বামে রয়েছে মেন্যুবার। সেখানে ক্লিক করলে সাহায্য, নিরাপত্তা, প্রমোশন ও সাবস্ক্রাইব অপশন পাওয়া যাবে।My places নামের মেন্যুতে ক্লিক করে ব্যবহারকারীর বাসায় কোনো সিসি ক্যামেরা থাকলে তা-ও যুক্ত করা যাবে অ্যাপটিতে।

অ্যাপটির ওপরে রয়েছে নোটিফিকেশন বাটন। অ্যাপে আসা বিভিন্ন বার্তা পাওয়া যাবে এতে। এ ছাড়া রয়েছে যে কোনো লোকেশনকে ফেভারিট বা প্রিয়তে নেওয়ার সুবিধা। রাউট ভিউ ও গ্রুপ ভিউর সুবিধাও পাওয়া যাবে অ্যাপটিতে।

অ্যাপটির ইউএক্স বেশ সহজ সরল। যেকোনো সাধারণ ব্যবহারকারী কয়েক ক্লিকই লগইন করে ব্যবহার করতে পারবে অ্যাপটি।অ্যাপের সব ফিচার পাওয়া যাবে ‘পিপ দ্য প্লেস’-এর ওয়েবসাইটে। এই ঠিকানায় গিয়ে বিস্তারিত জানা যাবে https://peeptheplace.com/

মন্তব্যসমূহ (০)


Lost Password