সুবীর নন্দীর চলে যাওয়ার দুই বছর আজ

সুবীর নন্দীর চলে যাওয়ার দুই বছর আজ
MostPlay

শিল্পীর মৃত্যু নেই। শিল্পীরা মৃত্যূর পর শুধু সবার চোখের আড়াল হয়। কিংবদন্তী সুবীর নন্দী মারা যাওয়ার এতদিন পরেও আজও শ্রোতাদের মাঝে বিরাজ করেন। এখনও সুবীর নন্দীর গান শুনতে ইচ্ছে করে রাত-দিন; দিনের পর দিন। কখনই পুরোনো হওয়ার নয় তার গানগুলো। কখনো এমনও হয়, গান শুনতে শুনতে শ্রোতা ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ ঘুম ভেঙে আবার শুনতে পান- ‘দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখল না, ভুলে যাবার আগে ভাবল না...’। বাংলা গানের কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।

২০১৯ সালের ৭ মে এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই বছর হয়ে গেছে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন অথচ তার অসংখ্য কর্মগুলো তাকে শ্রোতাদের কাছ থেকে এতটুকু দূরে সরে যেতে দেয়নি।

সুবীর নন্দী ১৯৫৩ সালের ৩০ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় এক সমভ্রান্ত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। সিনেমায় তিনি প্রথম প্লেব্যাক করেন ১৯৭৬ সালে সূর্যগ্রহণ চলচ্চিত্রে। ৮১-তে প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম সুবীর নন্দীর গান। চলচ্চিত্রে প্লেব্যাক করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। মহানায়ক (১৯৮৪), শুভদা (১৯৮৬), শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), মেঘের পরে মেঘ (২০০৪) ও মহুয়া সুন্দরী (২০১৫) ছবিতে গান করে মোট পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সুবীর নন্দী। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password