ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছে তারা জনগণের শত্রু

ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছে তারা জনগণের শত্রু
MostPlay

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা রবিবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনার টিকা নেন। টিকা নিয়ে তিনি সাংবাদিকদের জানান, আমি বলবো যারা এই ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছে তারা জনগণের শত্রু। প্রাণরক্ষাকারী ভ্যাকসিন নিয়ে তারাই গুজব ছড়ায়, যারা কোনদিনও এদেশের জনগণকে ভালবাসে না। ভ্যাকসিন নিয়েছি তা আমি বুঝতেই পারিনি। সূচের ব্যথাও এতোটুকু টের পাইনি। সম্পূর্ণ সুস্থ আছি। কোনো সমস্যা নাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে কোভিড-১৯ ব্যবস্থাপনা করেছেন ও নিয়ন্ত্রণে রেখেছেন। বিশ্বের উন্নত দেশ যখন ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশও সেই সময় পেয়েছে। এটা প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টা ও জনগণের প্রতি তার ভালোবাসার নিদর্শন। যার ফলশ্রুতিতে দ্রুত দেশে ভ্যাকসিন এসেছে।

এখনও যারা দ্বিধাদ্বন্দ্বে আছে ভ্যাকসিন নিবে কিনা ও পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে গুজব ছড়ানো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘আমি বলবো যারা এই ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছে তারা জনগণের শত্রু। প্রাণরক্ষাকারী ভ্যাকসিন নিয়ে তারাই গুজব ছড়ায়, যারা কোনদিনও এদেশের জনগণকে ভালবাসে না’।

মন্তব্যসমূহ (০)


Lost Password