মিথ্যা দিয়েই তাদের গল্প শুরু

মিথ্যা দিয়েই তাদের গল্প শুরু
MostPlay

রুদ্রর আসল নাম রোহান। যদিও ফেক আইডির মাধ্যমে বাংলাদেশে থাকা কনার সঙ্গে তার বন্ধুত্ব হয়। কথায় কথায় সম্পর্ক গড়ায় ভালোবাসায়। আর এই ভালোবাসার গভীরতা পরখ করার জন্য কনা রোহানকে ভালোবাসা দিবসে তার সামনে হাজির হতে বলে। কনার কথার মূল্য দিতে দেশে আসে রোহান।

এদিকে কনা তার ফেসবুক আইডি থেকে রোহানকে ব্লক করে, মুঠোফোন বন্ধ করে রাখে। বাড়ির যে ঠিকানা দিয়েছিল তা-ও ভুয়া। বিপাকে পড়ে রোহান। কারণ সব কিছুই ছিল ফেক। অনেক খোঁজাখুজির পর কনার সঙ্গে রাস্তায় দেখা হয় রোহানের। এবার মুখোমুখি তারা। এরপর শুরু হয় নতুন গল্প।ফেক লাভ’ শিরোনামের একক নাটকের গল্পে এমনটা দেখা যাবে।

আহসান হাবিব রচিত নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে রোহান ও কনা চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, ঐন্দ্রিলা আহমেদ। এছাড়াও দেখা যাবে পাভেল ইসলাম, মীর শহীদ, আবির খান, মাহা শিকদারকে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে। এটি প্রযোজনা করেছেন জেড এস মাল্টিমিডিয়া।

মন্তব্যসমূহ (০)


Lost Password