সপ্তাহব্যাপী টানা শৈত্যপ্রবাহ আসছে

সপ্তাহব্যাপী টানা শৈত্যপ্রবাহ আসছে
MostPlay

গত কয়েকদিন ধরেই দেশজুড়ে কুয়াশা পড়ছে। সূর্যের দেখা পাওয়া যায় কম। তাই ঠাণ্ডাও অনুভূত হচ্ছে বেশি। বিশেষ করে দিন-রাতে তাপমাত্রার পার্থক্য কমায় শীত বেশি অনুভূত হচ্ছে। এই অবস্থায় ১৭ বা ১৮ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী টানা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

ওই সময় সপ্তাহখানেক তাপমাত্রা কমতে শুরু করতে পারে। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে ঠাণ্ডাও পড়বে বেশ।শুক্রবার দুপুর পর্যন্ত নদী তীরবর্তী এলাকাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে। এ কারণে এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এখন দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে যে পার্থক্য তা কমে এসেছে। এ কারণে তাপমাত্রা খুব না কমলেও শীত বেশি অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা আসেলে এখনও তেমন একটা কমেনি। আগামী সপ্তাহে বেশ খানিকটা কমে যাবে। ১৭ বা ১৮ তারিখের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকা পর্যন্ত অবস্থান করছে। 

লঘুচাপের প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে। 

এদিকে নদী বন্দরগুলোর জন্য আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত এক সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ১০টা থেকে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটার অথবা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনও সংকেত দেখাতে হবে না।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩। এদিকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ১৫ দশমিক ৬, চট্টগ্রামে ১৭ দশমিক ৪, সিলেটে ১৬ দশমিক ৪, রাজশাহীতে ১৬, রংপুরে ১৬ দশমিক ৩, খুলনায় ১৬ এবং বরিশালে ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password