যেভাবে আছড়ে পড়ল ধ্বংসাবশেষ (ভিডিও)

যেভাবে আছড়ে পড়ল ধ্বংসাবশেষ (ভিডিও)
MostPlay

মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়েছে আলোচিত লং মার্চ বি রকেট। আজ রবিবার চীনের মহাকাশ সংস্থা ম্যাননড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। এবার সামনে এলো সেই রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে আছড়ে পড়ার ভিডিও।

জানা গেছে, আজ রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে সেটি ভারত মহাসাগরের আরব সাগরের অংশে আছড়ে পড়ে। সদ্য প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনে জ্বলতে থাকা রকেটটির ধ্বংসাবশেষ যখন মালদ্বীপের ওপর দিয়ে সমুদ্রে পড়ছে। যা সমুদ্র তীরবর্তী দেশগুলোর অনেকেই দেখতে পেয়েছেন। 

এর আগে, বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন রকেটের টুকরোগুলো পৃথিবীর সমুদ্রেই পড়তে যাচ্ছে, যেহেতু পৃথিবীর ৭০ শতাংশই পানি। তবে অনিয়ন্ত্রিত এই রকেটের পৃথিবীর দিকে আসার ঘটনায় অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কারণ, সেটি ক্ষয়ক্ষতি বা কাউকে হতাহত করতে পারে। যদিও সেই সম্ভাবনা খুব কমই ছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password