ইরানের কাছে অস্ত্র বিক্রি বন্ধের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি : আমেরিকা

ইরানের কাছে অস্ত্র বিক্রি বন্ধের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি : আমেরিকা
MostPlay

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরানের কাছে কোনো দেশ যেন সমরাস্ত্র বিক্রি না করে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। জাতিসঙ্ঘের মাধ্যমে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের যে আবেদন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন তা প্রত্যাহার করার ঘোষণা দেয়ার পর দিন ওয়াশিংটন একথা জানাল।

নেড প্রাইস বলেন, ইরানকে যেন কোনো দেশ কোনো ধরনের অস্ত্রসস্ত্র সরবরাহ না করে সে চেষ্টা চালিয়ে যাবে ওয়াশিংটন। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে ২০২০ সালের ১৮ অক্টোবর তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে।

এদিকে, আমেরিকার সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত বছর আগস্ট মাসে জাতিসঙ্ঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে না পেরে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার ঘোষণা দিয়েছিল। তবে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অন্য কোনো সদস্য দেশ এই ম্যাকানিজম চালুর পক্ষে ছিল না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নয়া মুখপাত্র শনিবার এ সম্পর্কে বলেছেন, স্ন্যাপব্যাক প্রত্যাহার করার মাধ্যমে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বাকি সদস্যদেশগুলোর সাথে ইরানের ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গিকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে ওয়াশিংটন।

স্ন্যাপব্যাক ম্যাকানিজম অনুযায়ী পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইরান ছাড়া অন্য যেকোনো দেশ যদি মনে করে তেহরান এটি মেনে চলছে না তাহলে ওই দেশ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করলেই ইরানের ওপর জাতিসঙ্ঘের সবগুলো নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটিকে আটকানো যাবে না। পরমাণু সমঝোতার মাধ্যমে ওই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password