প্রকাশ্যে টিকা নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট

প্রকাশ্যে টিকা নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট
MostPlay

করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা আমেরিকা। ইতোমধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৯৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮২ হাজার ৮২৯ জনের। এতাবস্থায় টিকাই হতে পারে এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায়।আর এই টিকার প্রতি জনগণকে উৎসাহিত করতে উদ্যোগ নিলেন আমেরিকার তিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন। তারা টেলিভিশন ক্যামেরার সামনে করোনার টিকা নেবেন বলে জানা গেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনপিআর জানিয়েছে, ড. অ্যান্থনি ফাউসি টিকাকে নিরাপদ ও কার্যকর মনে করলে ওবামা সেই টিকা নেবেন।ওবামা বলেন, ‘অ্যান্থোনি ফাউসিকে সাধারণ মানুষ খুবই পছন্দ করেন। তার সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা রয়েছে আমার। তাকে বিশ্বাস করি, এ বিষয়ে কোন সন্দেহ নেই।’

জনসম্মুখে কোভিড-১৯ টিকা নেয়ার বিষয়ে ওবামা আরো জানান, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি টিকা বের হলে আমি গ্রহণ করবো। হয়তো তা টিভিতে বা ক্যামেরার সামনে গ্রহণ করবো। যাতে করে মানুষ বিশ্বাস করে আমি বিজ্ঞানে আস্থা রাখি।’ওবামার এই মন্তব্যের পর বুশ ও ক্লিনটনের প্রতিনিধিরাও একই তথ্য জানিয়েছেন। তারা বলছেন, সাবেক এই দুই প্রেসিডেন্টও প্রকাশ্যে টিকা নিতে বেশ আগ্রহী।

তবে কোন ভ্যাকসিন তারা নেবেন এ বিষয়টি জানাননি ওবামা। ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদনের বিষয়ে জো বাইডেন প্রশাসনের আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে।যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন টিকার অনুমোদন দেওয়ার পর এর নিরাপত্তা সম্পর্কে জনগণের আস্থা বাড়াতেই তাদের এই উদ্যোগ। অনেক আমেরিকানই করোনার টিকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বেশ কয়েকটি সংস্থার জনমত জরিপে সেই চিত্রই উঠে এসেছে।

গত আগস্টে ইপসোস-মোরির পরিচালিত জরিপে দেখা গেছে, এক তৃতীয়াংশ আমেরিকান টিকা নিতে আগ্রহী নয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password