বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি মুক্তিযুদ্ধের আদর্শের উপর আঘাত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি মুক্তিযুদ্ধের আদর্শের উপর আঘাত
MostPlay

হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন কর্তৃক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি মহান মুক্তিযুদ্ধের আদর্শের উপর আঘাত বলে দাবি করেছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
আজ ১লা ডিসেম্বর ২০২০ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

মিজানুর রহমান মিজু বলেন, “বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে দিতে চায়, তারা দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে চায়। তাদের মনে বঙ্গবন্ধুর প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে এ ধরণের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তারা দিতে পারতেন না।”

তিনি বলেন, “মৌলবাদী শক্তির কাছে কোন ভাবেই হার মানা যাবে না। তাদেরকে প্রতিহত করতে হবে। বাংলাদেশের মানুষ যে কোন মূল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করতে প্রস্তুত।”

মিজানুর রহমান মিজু জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে মৌলবাদী শক্তিকে রক্ষায় দলমত নির্বিশেষে  সকলকে ঐক্য হওয়ার আহ্বান জানান।
 

মন্তব্যসমূহ (০)


Lost Password