নওগাঁয় ঝড়ের তান্ডবে ঘর-বাড়ীসহ ফসলের ব্যাপক ক্ষতি

নওগাঁয় ঝড়ের তান্ডবে ঘর-বাড়ীসহ ফসলের ব্যাপক ক্ষতি
MostPlay

পুরো নওগাঁ জেলায় গতরাতের ঝড়ে ঘর-বাড়ী ও কৃষকদের মাঠের ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান উৎপাদনের রাজ্য হিসেবে পরিচিত নওগাঁ। আর শুধু ধান নয়, এই নওগাঁতে ধান, ভুট্টা, পাট, মরিচ, কচু তিলসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

গত ১০মে দিবাগত রাতের ঝড়ে নওগাঁ জেলার সকল উপজেলার গ্রামে গ্রামে কৃষকের মাঠের ফসলের ক্ষতিগুলো দেখা যায়।

দেখা যায়, ঘর-বাড়ীর টিন ধুমড়ে, মুচড়ে এক জায়গার টিন উড়ে আরেক জায়গায় পরে গিয়েছে।

রাস্তাঘাটের দু-পাশে থাকা গাছ গুলো, ঝড়ের কারণে কোনটা উঁপড়ে গেছে আবার কোন গাছ ভেঙ্গে পড়ে রাস্তায় চলাচলে বাঁধা সৃষ্টি হয়েছে।

কৃষকেরা সময়মত কাজের লোক না পাওয়াতে ধান কেটে ঘরে তুলতে পারে নাই, ঝড়ের কারনে ধানের এতোবড় ক্ষতি হওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, বৃষ্টি/বজ্রবৃষ্টি/দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে বর্তমানে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, বরগুনা জেলার অনেক অংশে এবং নওগাঁ, সাতক্ষীরা, ভোলা, যশোর, নাটোরসহ বরিশাল ও রংপুর বিভাগের এর ২/১ স্থানে।

পরবর্তীতে হতে পারে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, ভোলা, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, দিনাজপুর, সাতক্ষীরা ও আশেপাশের কিছু স্থানে। দেশের আরও বেশকিছু স্থানে আজ বিভিন্ন সময় বর্ষাকালের মতো বৃষ্টিপাত থাকতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password