দোকানপাট খোলা থাকবে ৭ ঘণ্টা

দোকানপাট খোলা থাকবে ৭ ঘণ্টা
MostPlay

ভাইরাস নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও মোকাবেলায় আজ রোববার থেকে খাবার হোটেল ও ওষুধের দোকান ব্যতীত ময়মনসিংহ নগরীর সকল প্রকার দোকানপাট ও মার্কেট সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ সাত ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।এছাড়া নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সন্ধ্যা ৭টা থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে।

গতকাল শনিবার বিকেলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় চেম্বার সভাপতি আমিনুল হক শামীম এসব তথ্য জানান।

মতবিনিময় সভায় চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঊর্ধ্বমূল্য ঠেকাতে সকলকে নির্দেশনা দেওয়া হয়। এসময় দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি এএম বজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, জিলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুল আলম, জেলা পরিবেশক সমিতির সভাপতি মাহবুবুল আলম, রাইস মিল মালিক সমিতির
সভাপতি মো. সেলিম, চাল ব্যসায়ী সমিতির সভাপতি বিধুভষন দাস, চেম্বার সহসভাপতি শংকর সাহা প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পরে চেম্বার সহসভাপতি শংকর সাহাকে আহবায়ক ও দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি এএম বজলুর রহমানকে সদস্য সচিব করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password