রেস্তোরাঁর মালিকেরা ক্রেতাদের বসিয়ে খাওয়ানোর অনুমতি চান

রেস্তোরাঁর মালিকেরা ক্রেতাদের বসিয়ে খাওয়ানোর অনুমতি চান
MostPlay

হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও ক্রেতাদের বসে খাওয়াতে রয়েছে নিষেধাজ্ঞা। এ অবস্থায় শুধু বাসায় নিয়ে যাওয়া কিংবা অনলাইনে বিক্রি নয়, বরং স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের বসিয়ে খাওয়াতে চান হোটেল-রেস্তোরাঁর মালিকরা।বৃহস্পতিবার (০৮ এপ্রিল) নিজেদের এক বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। অন্যথায় মানবন্ধন কর্মসূচি পালন করার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের দাবির বিষয়ে সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা না এলে আগামী রোববার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব ও দেশের ৬৪টি জেলা শহরের প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।এছাড়া, আসন্ন পবিত্র রমজান মাসে স্বাস্থ্যবিধি মেনে ইফতারি ও সাহ্‌রি বিক্রির সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password