পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বাড়লো

পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বাড়লো
MostPlay

রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের ভালো সরবরাহ রয়েছে। তারপরেও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে তার দাম এখন ৬০ টাকা। হঠাৎ করেই এমন দামবৃদ্ধি মেনে নিতে পারছেন না ক্রেতারা। তারা বলছেন এতো ঝাঁঝে চোখে পানি এসে যাচ্ছে।

রাজধানীর বাজারগুলোতে অনেকেই চাহিদার অর্ধেক পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন। ক্রেতাদের অভিযোগ বাজারে পেঁয়াজের সংকট নেই, তারপরো দাম বাড়ছে। এই পরিস্থিতি শুধু ঢাকায় নয়, চট্টগ্রামের পাইকারী বাজারগুলোতেও পেঁয়াজের দাম উর্ধমুখী। সেখানে কেজি প্রতি ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা করে। 

এমন হঠাৎ দামবৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, ভারত থেকে হঠাৎ আমদানি কমে গেছে। আগামিতে আরো দামবৃদ্ধির আশঙ্কা করছেন তারা।

একই আশঙ্কা করছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেছেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার মতো পরিস্থিতি দেশে নাই। তবে এই সপ্তাহে ভারতে পেঁয়াজের দাম ৩৩ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ভোজ্য তেলের দামও। প্রতি ব্যারেলে ভোজ্য তেলের দাম একশ ডলার বৃদ্ধি পেয়েছে। তবে পণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password