স্থানীয়দের আঘাতে আহত ময়ূর, উদ্ধার করে রাখা হলো থানায়

স্থানীয়দের আঘাতে আহত ময়ূর, উদ্ধার করে রাখা হলো থানায়
MostPlay

পঞ্চগড়ের বোদা উপজেলায় আহত অবস্থায় বিপন্ন প্রজাতির একটি ময়ূর উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শিকারপুর এলাকা থেকে ওই ময়ূরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকালে শিকারপুর এলাকায় ময়ূরটি দেখে স্থানীয় যুবকরা আঘাত করে। এতে পাখিটি গাছ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা ময়ূরটিকে উদ্ধার করে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে রাখে। পরে খবর পেয়ে বোদা থানা পুলিশ ওই পাখিটিকে উদ্ধার করে।

ওই ময়ূরটি ভারত থেকে আসতে পারে বলে স্থানীয়দের ধারণা।বোদা থানার ওসি আবু মাঈদ চৌধুরি বলেন, এ ধরনের ময়ূর প্রায় বিপন্ন। স্থানীয়দের আঘাতে আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে থানায় নেয়া হয়।

পরে বন বিভাগকে বিষয়টি জানানো হয়। বন বিভাগের সদস্যরা ময়ূরটিকে থানায় প্রাথমিকভাবে চিকিৎসা দেয়। পাখিটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় বন বিভাগের রেঞ্জ অফিসার মধুসূদন বর্মণ বলেন, পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড়ে নেয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password