প্রতারণার নতুন ফাঁদ ফেসবুকে সুন্দরী নারী

প্রতারণার নতুন ফাঁদ ফেসবুকে সুন্দরী নারী
MostPlay

ঢাকা,চট্রগামসহ দেশের প্রতিটি শহর,নগর এমনকি জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় চলছে অভিনব কৌশলে প্রতারণা।
অনুসন্ধান সূত্রে জানা গেছে,সুন্দরী নারী দিয়ে তৈরি করা হয় ফাঁদ।সেই ফাঁদে পড়ে সর্বস্ব হারাতে হয় ভুক্তভোগীদের।নারীরা নিজেদের বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়।আবার কখনো ব্যবসায়ী-শিল্পপতির মেয়ে-ভাগ্নি দাবি করে।চলাফেরাও করে দামি গাড়িতে। পোশাকে,চলনে থাকে আভিজাত্যের ছাপ।তাদের টার্গেট বিত্তশালীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রথমে সখ্য গড়ে তোলে।মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে উত্তেজক কথা বলে।বশে আনার জন্য নানা কৌশল অবলম্বন করে। লোভ দেখানো হয় একান্ত আপন করে পাবার।আয়োজন করা হয় ঘরোয়া পার্টির।আমন্ত্রণ জানানো হয় টার্গেট করা ব্যক্তিদের।সেখানে ইয়াবা,মদের আসর বসানো হয়।টার্গেট করা ব্যক্তিকে নেশার জালে ফেলে তারা তাদের প্রকৃত পরিচয় দেয়।মূলত তারা প্রতারক চক্র।একজন নয় একাধিক নারী-পুরুষ এসব প্রতারক চক্রে কাজ করে।

নেশায় মত্ত থাকা পুরুষদের বিবস্ত্র করে ছবি তোলে। এমনকি চক্রের নারী সদস্যরাও বিবস্ত্র হয়।বিছানায় নিয়ে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে।অনেক সময় গোপন ক্যামেরায় দৃশ্য ধারণ করা হয়।ধারণ করা এসব ভিডিও,ছবি দেখিয়ে পরে ভুক্তভোগীর সঙ্গে করা হয় নানা প্রতারণা।এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেয়ার হুমকি দিয়ে হাতিয়ে নেয়া হয় বিপুল পরিমাণ অর্থ।পরিবার ও সামাজিক মর্যাদার ভয়ে তারা ঐসব প্রতারকদের কাছে নিঃস্ব হয়েও মুখ খুলছেন না।

মন্তব্যসমূহ (০)


Lost Password