সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেয়রের স্ত্রী ও পুত্রসহ তিনজনের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেয়রের স্ত্রী ও পুত্রসহ তিনজনের
MostPlay

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার নব নির্বাচিত পৌর মেয়রের স্ত্রী, পুত্র ও মেয়রের ঘনিষ্ঠ বন্ধু।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম।

বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা-গোপালগঞ্জ বিশ্বরোডের নগরকান্দা উপজেলার কালিয়ামোড় এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পৌর মেয়র নিমাই সরকারও গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার, ছেলে গৌরব চন্দ সরকার ও মেয়রের ঘনিষ্ঠ বন্ধু কামাল মাতুব্বর।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম জানান, রাতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও তার বন্ধু মারা যান। পরে আহত অবস্থায় মেয়রের ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকেও মৃত বলে ঘোষণা করেন। মেয়রকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা পাঠানো হয়েছে রাতেই।

জানা যায়, নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কালের মোড় এলাকায় মেয়রের বহনকৃত মাইক্রোবাস পৌঁছালে চট্টগ্রামগামী যাত্রীবহী জি এফ পরিবহনের বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হোন

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় পৌর মেয়রের স্ত্রী ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। পৌর মেয়রের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্যসমূহ (০)


Lost Password