এশিয়ার পর্যটকদের জন্য বৃহস্পতিবার থেকে দরজা বন্ধ করছে মালদ্বীপ

এশিয়ার পর্যটকদের জন্য বৃহস্পতিবার থেকে দরজা বন্ধ করছে মালদ্বীপ
MostPlay

কোভিডের দ্বিতীয় ঢেউ এ সারা বিশ্বের পর্যটন ও বিনোদন কেন্দ্র গুলো বন্ধ ছিলো তখন মালদ্বীপ ছিলো পর্যটন প্রেমীদের বিনোদন কেন্দ্র। আবারও  কোভিড সংক্রমণ বাড়ায় মালদ্বীপ সরকার সিদ্ধান্ত নেন পর্যটন ও বিনোদন কেন্দ্র গুলো বন্ধ করে দেওয়ার।

কোভিডের দ্বিতীয় তরঙ্গ ভয়াবহ হয়ে ওঠায় ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে ইচ্ছুক পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের জন্য দেশের সীমান্ত সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মালদ্বীপ সরকার। আজ  (১৩ মে) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মালদ্বীপ সরকারের অভিবাসন দফতরের তরফে একটি টুইটে জানানো হয়েছে।

টুইটে মালদ্বীপের অভিবাসন দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘১৩ মে থেকে মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলির পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের জন্য সাময়িক ভাবে দেশের সীমান্ত বন্ধ রাখা হবে। যাঁরা অন্য দেশ থেকে গত ১৪ দিনে দক্ষিণ এশিয়ার কোনও না কোনও দেশে গিয়েছেন তাঁদের জন্যও বলবৎ হবে এই নিষেধাজ্ঞা। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলির আর কোনও পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের বৃহস্পতিবার থেকে আর মালদ্বীপে ঢুকতে দেওয়া হবে না’।

মালদ্বীপের অভিবাসন দফতরের ওই টুইটটিকে পরে রিটুইট করে সে দেশে ভারতীয় দূতাবাসের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মালদ্বীপে ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘মালদ্বীপে থাকা ভারতীয়রা তড়িঘড়ি ভারতে ফিরে আসতে চাইতে পারেন। তাই মালদ্বীপ সরকারের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে ভারত ও মালদ্বীপের মধ্যে চলা বিমানগুলির উপরেও’।

ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২০৫। নতুন ভাবে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password