টিকার চেয়েও লকডাউন বেশি কার্যকর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

টিকার চেয়েও লকডাউন বেশি কার্যকর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
MostPlay

মহামারি করোনার বিরুদ্ধে টিকার চেয়েও লকডাউন ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা বেশি কার্যকর বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।তিনি বলেন, যুক্তরাজ্যে রোগের প্রকোপের মাত্রা মূলত কমিয়েছে লকডাউন। বিধিনিষেধ শিথিল হলে আবারও মৃত্যুর হার বাড়তে পারে।

বরিস আরও জানান, সংক্রমণ কমলেও অর্থনীতি পুনরায় চালুর যে রোডম্যাপ আগে ঘোষণা করা হয়েছিল সরকার সেখান থেকে সরে আসছে না।তিনি বলেন, ‘আমরা যদি সব কিছু খুলে দেই তাহলে অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে আমরা আরও সংক্রমণ দেখতে পাব এবং দুঃখজনকভাবে আমরা হাসপাতালে আরও রোগী ও মৃত্যু দেখতে পাব।’

যুক্তরাজ্য টিকাদান কর্মসূচি গত বছরের ডিসেম্বরে শুরু করে। মোট জনগোষ্ঠীকে টিকা দেয়ার হারের ক্ষেত্রে বিশ্বের মধ্যে ইসরায়েলের পরই যুক্তরাজ্যের অবস্থান। তবে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় দেশটিতে জানুয়ারি মাসে লকডাউন ঘোষণা করা হয়। ফেব্রুয়ারি থেকে সংক্রমণের মাত্রা ও মৃত্যুর হার কমতে শুরু করে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password