গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল গৃহবধূর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল গৃহবধূর
MostPlay

নেত্রকোনার মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিরিন আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় চারটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। শিরিন একই গ্রামের কৃষক ছলিম উদ্দিনের স্ত্রী।স্থানীয়রা জানায়, ছলিম উদ্দিনের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

এ সময় রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তার স্ত্রী শিরিন। এতে তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে নেয়ার পর তিনি মারা যান। মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমাদুল কবীর জানান, ছলিম উদ্দিনের রান্নাঘরে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন।

ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, আগুনে কৃষক নূরুল ইসলাম, রহিম উদ্দিন, রোকন উদ্দিন ও এহসান মিয়ার বসতঘর পুড়ে যায়। এতে প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রায় ১২ লাখ টাকার মতো ধান-চালসহ বাড়িঘর রক্ষা করা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password