দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে আছে সরকারি সিন্ডিকেট

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে আছে সরকারি সিন্ডিকেট
MostPlay

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দাবি করেছেন, সরকার-সমর্থিত সিন্ডিকেট দ্রুত টাকা কামানোর জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে। যার ফলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আরো বলেন, ‘সরকার-সমর্থিত সিন্ডিকেট কারণে জিনিসের দাম বাড়ছে। সেই সিন্ডিকেটকে সরকার ধরতে পারবে না।’

মান্না আরো বলেন, ‘জিনিসপত্রের দামও তারা (সরকার) কমাতে পারে না। এটা কেমন সরকার, যারা জিনিসপত্রের দাম কমাতে পারে না? বর্তমান সরকারের অধীনে এ দেশের জনগণ, নারীর জান-মাল-ইজ্জতের কোনো নিরাপত্তার নেই।’দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

নাগরিক ঐক্যের প্রধান বলেন, যতক্ষণ পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততক্ষণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে না এবং ক্রসফায়ার, নারী নিপীড়ন ও বস্তিতে আগুনের ঘটনা থামবে না। তিনি বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে এবং সরকারের দুশাসন থেকে বাঁচতে গণআন্দোলনের বিকল্প নেই। সবাই মিলে এক বৃহৎ ঐক্য গড়ে তুলে এ মানববন্ধনকে মানবমিছিলে পরিবর্তন করে রাজপথে নেমে আসেন। তার প্রস্তুতি আমাদের নিতে হবে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password