জঙ্গী সংগঠনে অর্থ মদদের অভিযোগে পাকিস্তানকে জেরা করবে এফএটিফ

জঙ্গী সংগঠনে অর্থ মদদের অভিযোগে পাকিস্তানকে জেরা করবে এফএটিফ
MostPlay

ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) জঙ্গী সংগঠনে অর্থ মদদের অভিযোগে পাকিস্তানকে জেরা করবে। এ প্রসঙ্গে ইতোমধ্যে তারা তদন্ত শুরু করেছে।

দীর্ঘদিন ধরে লস্কর-ই-তাইয়্যেবা, জামাত-উদ-দাওয়া এবং জায়েস-ই-মোহাম্মদ জঙ্গী সংগঠনে অর্থ মদদ দেয়ার অভিযোগ উঠে আসছিলো ইসলামাবাস সরকারের বিরুদ্ধে। বিষয়টি এফএটিএফ-এর নজরেও এসেছে। গুঞ্জন আছে জামাত-উদ-দাওয়া সংগঠনটি গত নভেম্বরে একটি সম্মেলন করেছে। সেখানে সরকারদলীয় বড় বড় ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সম্মেলনে অর্থ যোগার করা হয়েছে। সেসব অর্থ সংগঠনের কাজে ব্যয় হবে।

এফএটিএফ বলছে, পাকিস্তানের বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া গেছে তা থেকে দেশটির বের হয়ে আসা কঠিন। জঙ্গী সংগঠনে সরকারি মদদের বিষয়টি সামনে আসায় সংস্থা হতে তাদের প্রতি দেওয়া সহযোগিতার সীমাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে কর্তৃপক্ষকে জেরা করা হতে পারে।

পাকিস্তানের পক্ষে দাবি করা হচ্ছে, তারা জঙ্গী কার্যক্রম বন্ধ করতে বদ্ধ পরিকর। সংগঠনগুলোকে আর্থিক অনুদান দেয় এমন সব মাধ্যম বন্ধ করার চেষ্টায় কার্যক্রম অব্যাহত আছে। এফএটিএফ-এর ২৭টি শর্তের মধ্যে ২৪টিই তারা পূরণ করতে সক্ষম হয়েছে।

অভিযোগগুলো মিথ্যা প্রমাণে পাকিস্তান সরকার হতে প্রচেষ্টা করা হলেও এফএটিএফ সদস্যরা সন্তষ্ট হতে পারছেন না বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password