বিরল মহাজাগতিক দৃশ্য দেখলো দেশবাসী

বিরল মহাজাগতিক দৃশ্য দেখলো দেশবাসী
MostPlay

বাংলাদেশ, ভারতসহ দ‌ক্ষিণ এশিয়ার কয়েকটি অঞ্চলের আকাশ থেকে দেখা গেছে চাঁদ ও মঙ্গল গ্রহের ‘বিরল কাণ্ড’। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দৃশ্যটি দেখা গেছে। এই ঘটনার সময় মঙ্গলকে প্রায় দেড় ঘণ্টার জন্য চাঁদ পুরোপুরি ঢেকে ফেলে।

মহাকাশ বিষয়ক সংবাদ প্রকাশ করা ওয়েবসাইট স্পেসডটকম জানিয়েছে, চাঁদ সরাসরি পৃথিবী এবং মঙ্গলের মাঝে আসার কারণে এই অবস্থার অবতারণা হয়েছে। বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন্স, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম থেকেও দেখা গেছে।

মহাকাশ গবেষকরা জানিয়েছেন, যখন একটি বস্তুর সামনে দিয়ে আরেকটি বস্তু চলে যায় তখন এই অদৃশ্যকরণের ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা পৃথিবী থেকে বছরে দুইবার বোঝা যায়। শনিবার গোধূলির ঠিক আগে বাংলাদেশ থেকে মঙ্গলকে লাল ডট চিহ্নের মতো মনে হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password