মান্দার গোয়াল ঘরে থাকা অসহায় আদিবাসী বিষ্ঠ পাহানের ঘর নির্মাণ কাজ সম্পূর্ন

মান্দার গোয়াল ঘরে থাকা অসহায় আদিবাসী বিষ্ঠ পাহানের ঘর নির্মাণ কাজ সম্পূর্ন
MostPlay

নওগাঁ মান্দার ভারশোঁ ইউনিয়ন পরিষদের কালিসফা গ্রামের আদিবাসী পাড়ায় গোয়াল ঘরে থাকা অসহায় বিষ্ঠ পাহান ও পুর্নিমা পাহানের ঘর নির্মাণ কাজ সম্পুর্ন হয়েছে।

এখন শুধু আনুষ্ঠানিক ভাবে বিষ্ট পাহানের ঘরে উঠা বাকী।

যেকোনো মুহূর্তে হয় তো বিষ্ঠ পাহান ও পুর্নিমা পাহান ঘরের চাবি হাতে পাবে এবং ঘরে বসবাস শুরু করবেন।

বিষ্ঠ পাহান ও পুর্নিমা পাহান দীর্ঘ ২০ বছর ধরে কোন ঘর না থাকায় গরুর সাথে গোয়াল ঘরে বসবাস করতেন। এই খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হলে উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল হালিম এর নির্দেশনায় উপজেলার কালিসফা অাদিবাসী পাড়ায় একটি খাস জায়গাতে সেমি পাকা ঘর নির্মানের কাজ উদ্বোধন করেন গত ২২মার্চ।

উদ্বোধন করার পরে বিষ্টু পাহানকে একটি গাভী দেবেন বলে কথা দিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল হালিম। সে কথা অনুযায়ী গ্রামের তরুণদের সহযোগিতায় মঙ্গলবার ৩০মার্চ গৃহহীন অসহায় বিষ্ট পাহান কে এক্সাপোর্ট এন্ড ইনপোর্ট ব্যাংকের পক্ষ থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা মুল্যের একটি অষ্টলিয়ান গাভী ও বাছুর প্রদান করা হয়েছে। যাতে করে সেমি পাকা ঘরে থেকে গাভি পালন করে সংসার পরিচালনা করতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password