১৫ লাখ টাকা বেতনে চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন

১৫ লাখ টাকা বেতনে চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন
MostPlay

বাংলাদেশিদের নিয়োগের জন্য সুযোগ দিচ্ছে কানাডা হাইকমিশন। নির্যাতন ও হত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিয়ে কাজ করার জন্যই লোকবল নেয়া হবে। ‘রাজনৈতিক উপদেষ্টা-রোহিঙ্গা শরণার্থী সংকট’ পদে লোকবল নেবে কানাডা দূতাবাসের বৈদেশিক নীতি ও কূটনীতি বিভাগ (এফপিডিএস)।

বেতন-ভাতা : বছরে ১৫,১৯,৬২৫ টাকা।

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৭ দশমিক ৫ ঘণ্টা

আবেদনের যোগ্যতা : স্নাতক পাস

ভাষাজ্ঞান :

ইংরেজি–বাংলায় সাবলীল। বাংলা ও ইংরেজিতে লেখা ও কথা বলায় পারদর্শী। প্রার্থীকে প্রয়োজনে ইংরেজি জ্ঞানসংক্রান্ত লিখিত পরীক্ষা অংশ নিতে হতে পারে।

অভিজ্ঞতা :

  • সরকারি সংস্থা, গবেষণা সংস্থা, থিঙ্কট্যাংক, কূটনৈতিক মিশন বা আন্তর্জাতিক সংস্থায় রাজনৈতিক অথবা প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কাজ করার জন্য কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • গবেষণা এবং বিশ্লেষণ পরিচালনা, প্রতিবেদন তৈরি এবং পরিচালনার পরামর্শ প্রদানের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্যানেল আলোচনা এবং সম্মেলনে ব্যক্তিগতভাবে এবং কার্যত (অনলাইন) সম্মেলনের মতো ইভেন্টগুলো আয়োজনের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে এই https://hotjobs.bdjobs.com/jobs/HC_Canada/HC_Canada26.htm ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ০৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password