বিজিপি ধরে নেয়া ১৯ জেলেকে ফেরত দিয়েছে

বিজিপি ধরে নেয়া ১৯ জেলেকে ফেরত দিয়েছে
MostPlay

ধরে নেয়ার ১১ ঘণ্টার মাথায় ১৯ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।বুধবার (২০ জানুয়ারি) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনায় মাছ ধরার সময় তাদের আটক করা হয়। পরে রাত ৮টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল আমিন বলেন, বুধবার সকালে বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমান্তে মাছ শিকার করছিলেন ১৯ জেলে। এসময় বিজিপির একটি দল চারটি নৌকাসহ বাংলাদেশি ১৯ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরে তিনটি নৌকার জাল ও অন্যান্য সরঞ্জাম রেখে ১১ ঘণ্টা পর তাদের ফেরত দেয়। রাত ৮টার দিকে তারা সাবরাং শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে এলাকায় ফিরে আসে।

স্থানীয়রা জানান, শাহপরীর দ্বীপের বাসিন্দা কবির আহমদ, মো. বাইলা ওমো. এনামুল্লাহ স্থানীয় আমির হোসেনের মালিকাধীন নৌকা নিয়ে ১৯ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বেলা ১১টার দিকে মিয়ানমার থেকে একটি স্পিডবোটযোগে বিজিপির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যায়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিজিপি ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের ফেরত দিয়েছে বলে জেনেছি। কিন্তু এ বিষয়ে কেউ অবহিত করেননি।

মন্তব্যসমূহ (০)


Lost Password