থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে মাস্ক না পরায় জরিমানা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে মাস্ক না পরায়  জরিমানা
MostPlay

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে দেশে। কিন্তু খোদ দেশের প্রধানমন্ত্রীই মাস্ক পরেননি। আর সেই ভুলের মাসুল দিতে হল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ওচাকে।করোনার বিধি নিষেধ লঙ্ঘনের দায়ে তাকে ৬ হাজার বাথ (১৬ হাজার টাকা) জরিমানা করেছেন ব্যাংককের গভর্নর অশ্বিন খোয়ানমুয়াং। সোমবার  গভর্নর খোয়ানমুয়াং তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী প্রায়ুথ চানের একটি ছবি সরকারি একটি ফেসবুকে পেইজে প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় তিনি মুখে মাস্ক পরা ছাড়াই কোন একটা মিটিং করছেন। ছবিটি নজরে আসার পরই গভর্নর খোয়ানমুয়াং প্রধানমন্ত্রীকে জানান, প্রকাশ্য মিটিংয়ে তিনি মুখে মাস্ক না পরে নিয়মের ব্যতয় ঘটিয়েছেন, যেটা পুরোপুরি আইনের লঙ্ঘন। এ কথা জানার পর প্রধানমন্ত্রী মুখে মাস্ক না পরে আইন ভাঙার জন্য ৬ হাজার বাথ জরিমানা হিসেবে জমা দেন। সেই সাথে ঘরের বাইরে যে কোন থাই নাগরিককে মাস্ক পরার ব্যাপারে আরও কঠোর হওয়ার উদাহরণ হিসেবে এই জরিমানাকে দেখতে বলেছেন বলে জানিয়েছেন খোয়ানমুয়াং।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password