বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি
MostPlay

তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। নীলফামারীর ডিমলায় গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।জানা যায়, ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বাড়তে শুরু করে বুধবার সকাল থেকে। তবে এদিন সন্ধ্যার দিকে পানি বিপদসীমা অতিক্রম করে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বুধবার সকাল থেকে অতিবৃষ্টি ও উজানের ঢলে ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বাড়তে শুরু করে। গতকাল সন্ধ্যার দিকে বিপদসীমা অতিক্রম করে ১২ সেন্টিমিটার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। আর রাত ৯টার দিকে তা আরো বৃদ্ধি পায় এবং বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আজ সকালে তা বেড়ে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে, তিস্তায় পানি বৃদ্ধির কারণে ডিমলা উপজেলার নদীবেষ্টিত খগাখড়িবাড়ী, খালিশাচাপানী, ঝুনাগাছচাপনী, পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, পশ্চিম ছাতনাই ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, অতিবৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তার পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তিনি আরো জানান, পানি বৃদ্ধি পাওয়ার কারণে ডালিয়া তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password