ল্যান্ডমাইল বিস্ফোরণে কিশোরের মৃত্যু

ল্যান্ডমাইল বিস্ফোরণে কিশোরের মৃত্যু
MostPlay

কক্সবাজারের উখিয়ার রেজু আমতলী সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইল বিস্ফোরণে মো. জাবের (১৩) নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।নিহত মো. জাবের উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া শিবির-১/ডব্লিউ, ব্লক-ডি/৪-১৪ এর বাসিন্দা মো. এমদাদ হোসেনের ছেলে।

কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সালামত উল্লাহ জানান, এমদাদদের বাড়ি রেজু আমতলী তুমব্রো সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরের খুব কাছাকাছি। সেখানে মাছ ধরার ছোট খাল আছে। জাবেরসহ রোহিঙ্গা ক্যাম্পের ১০-১২ জনের একটি দল প্রায় সময় ওপারে মাছ ধরতে যেত। শনিবার সকালেও তারা মাছ ধরতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে ফেরার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা ল্যান্ডমাইল বিস্ফোরণে ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলে মারা যায় জাবের। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে কাপড়ে মুড়িয়ে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসে।

এ বিষয়ে কক্সবাজার-৩৪ বিজিবির কমান্ডার লে. কর্নেল আবু হায়দার আজাদ আহমেদের মুঠোফোনে বেশ কয়েক বার যোগাযোগ করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password