ঘরোয়া একটি উপাদানেই ত্বক, চুল ও চোখের যত্ন নিন

ঘরোয়া একটি উপাদানেই ত্বক, চুল ও চোখের যত্ন নিন
MostPlay

এই গরমে সবারই নাজেহাল অবস্থা। তার উপর আবার করোনা পরিস্থিতি সামাল দিতে দেশে চলছে লকডাউন। এ পরিস্থিতি নারীদের জন্য একটু সমস্যা সৃষ্টি করেছে। কারণ রূপ সচেতন নারীরা পার্লারে যেয়ে রূপচর্চা করতে পারছেন না। ফলে ত্বকে দেখা দিচ্ছে নানা সমস্যা। সেই সঙ্গে চুলও হারাচ্ছে সজিবতা।

তবে চিন্তার কিছু নেই, গরমে আপনি পার্লার ছাড়া ঘরে বসেই নিতে পারবেন ত্বক ও চুলের যত্ন। সেই সঙ্গে যত্নে থাকবে আপনার চোখও। তাও মাত্র একটি ঘরোয়া উপাদানেই! জানেন কি, ত্বক, চুল ও চোখের যত্নে গ্রিন টি বেশ উপকারী। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে গ্রিন টি ব্যবহার করবেন:

ব্রণের দাগ দূর করতে:-

ব্রণের দাগ দূর করতে গ্রিন টি বেশ উপকারী। প্রথমে গরম পানিতে গ্রিন টির ব্যাগ ভিজিয়ে রাখুন। এবার পানি আলাদা করে ঠাণ্ডা করে নিন। মুখ ধোয়ার সময় ওই পানি ব্যবহার করুন। তবে ধোয়ার পর মুছে ফেলবেন না। পানি মুখে শুকাতে দিন, এতে ত্বক গ্রিন টি শুষে নেবে। এর নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ হালকা হয়ে আসবে।

গ্রিন টি ময়েশ্চারাইজার:-

সমপরিমাণে নারকেল তেল, বাদাম তেল ও গ্রিন টির পাতা নিন। সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল তেল মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। সুগন্ধের জন্য সুগন্ধি এসেনশিয়াল অয়েল যুক্ত করতে পারেন। সব উপাদান একসঙ্গে ব্লেন্ড করে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। এটি মুখ এবং শরীরের জন্য বেশ উপকারী ময়েশ্চারাইজার।

উজ্জ্বল চোখ:-

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা টিভি দেখার অভ্যাস, রোদের তাপ, বাইরের দূষণ এমনকি মেকআপ ইত্যাদি কারণে চোখের স্বাস্থ্যের ক্ষতি হতে থাকে। যার ফলে চুলকানো, জ্বালাপোড়া ভাব হওয়া, লাল হয়ে যাওয়া এমনকি পানি পড়া ইত্যাদি সমস্যা হতে পারে। এ সমস্যা থেকে মুক্তি দিতে গ্রিন টির জুড়ি নেই। ব্যবহৃত গ্রিন টির ব্যাগ ফেলে না দিয়ে তা ঠাণ্ডা করে চোখের উপর দিয়ে ২০ মিনিট চোখ বুজে বিশ্রাম করুন। এটি চোখ পরিষ্কার করবে পাশাপাশি চোখের শিরায় আরাম দেবে।

ঝলমলে চুলের জন্য:-

বিভিন্ন চুলের প্রসাধনীতে গ্রিন টি ব্যবহৃত হয়ে থাকে। পানিতে বেশ কিছু টি ব্যাগ ভিজিয়ে রেখে পানি আলাদা করে ঠাণ্ডা অবস্থায় সংরক্ষণ করুন। শ্যাম্পুর পর কন্ডিশনারের বদলে গ্রিন টি ভেজানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। গ্রিন টি চুলের ফলিকল গঠনে সাহায্য করে। এতে চুল মজবুত ও লম্বা হয়।

তাছাড়া চুলের বাড়তি পুষ্টির জন্য তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক। ডিম, গ্রিন টির পাতা এবং টক দই একসঙ্গে ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় ও পুরো চুলে ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল মজবুত হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password