লালমনিরহাটে চতুর্থ দফার বন্যায় ভোগান্তি

লালমনিরহাটে চতুর্থ দফার বন্যায় ভোগান্তি
MostPlay

লালমনিরহাটে চতুর্থ দফার বন্যায় ভোগান্তিতে পড়েছেন বন্যার্ত লোকজন।উজানের ঢল আর টানা বর্ষণের কারণে তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এবারের বন্যায় জেলার ১৫টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষজন উচুঁ সড়কে আশ্রয় নিয়েছে। বাড়ীঘরে পানি ওঠায় ভোগান্তিতে রয়েছে বন্যার্তরা।

এরমধ্যেই পানিতে ১ হাজার ৫ হেক্টর জমির আমন ধানসহ বাদাম ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে।

অন্যদিকে পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন কবলিত এলাকার লোকজন তাদের বাড়িঘর সরিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password