জয়পুরহাটে হঠাৎ ডাইরিয়ার প্রকোপ, হাসপাতালে অমানবিক পরিস্থিতি

জয়পুরহাটে হঠাৎ ডাইরিয়ার প্রকোপ, হাসপাতালে অমানবিক পরিস্থিতি
MostPlay

হঠাৎ ডাইরিয়ার প্রকোপ বেড়েছে জয়পুরহাটে। ডাইরিয়া আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে ২৫০ শয্যার জয়পুরহাট আধুনিক হাসপাতালে। এত সৃষ্টি হয়েছে অমানবিক এক পরিস্থিতির। ধারণক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় মেঝেতেই চলছে চিকিৎসা কার্যক্রম।

ফাগুনের শুরুতেই আচমকা ডাইরিয়ার প্রকোপে প্রায় দিশেহারা জয়পুরহাটবাসী। আক্রান্তদের বেশিরভাগই ছোট শিশু ও বয়স্করা। রেহাই মিলছে যুবকরাও। হাসপাতালের বেড খালি নেই। উপচে পড়া রোগীর ভিড়ে প্রায় পা ফেলার জায়গা নেই হাসপাতালের মেঝেতে। রোগীদের চিকিৎসা চলছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। অন্যান্য রোগীদের পাশাপাশি ডাইরিয়া আক্রান্তদের এই ভিড় সামাল দিতে গিয়ে সীমিত জনবল নিয়ে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জয়পুরহাট আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: খোন্দকার মিজানুর রহমান জানিয়েছেন, ফেব্র্বয়ারির শেষে রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। হাসপাতালের বেডের সংকটের কারণে ডাইরিয়া রোগী নিয়ে হিমসিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। পাতলা পায়খানা শুরু হলেই বাড়িতেই চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এজন্য. ঘন ঘন স্যালাইন পান করার পাশাপাশি স্বভাবিক খাবার খেতে বলেছেন ডা. মিজানুর রহমান।

ডাইরিয়া রোগী বেশি হওয়ার কারণ হিসেবে রোটা ভাইরাসের সংক্রমণকে দায়ী করেছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। খুবই ছোঁয়াচে এই রোগ থেকে নিরাপদে থাকতে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

মন্তব্যসমূহ (০)


Lost Password