ফিক্সিংয়ের জন্য ৮ বছর নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার

ফিক্সিংয়ের জন্য ৮ বছর নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার
MostPlay

ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলংকা জাতীয় দলের অলরাউন্ডার দিলহারা লোকুহেতিগ। সব ধরনের ক্রিকেট থেকে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসির অ্যান্টি করাপশন ট্রাইবুন্যাল। ক্রিকেট দুর্নীতিতে জড়িয়েছিলেন লোকুহেতিগ। আইসিসি এর প্রমাণও পেয়েছে। কিন্তু লঙ্কান এই অলরাউন্ডার মোটেও আইসিসিকে সহযোগিতা করেননি। বরং, নানাভাবে অসহযোগিতারই চেষ্টা করেছেন। যে কারণে আইসিসি তাকে এত বড় শাস্তি দিল।

২০১৯ সালের এপ্রিল থেকে লোকুহেতিগের বিপক্ষে তদন্ত শুরু করে আইসিসি। এরও ৫ মাস আগে তদন্ত শুরু করেছিল আরব আমিরাত ক্রিকেট বোর্ড। ২০১৭ সালে আরব আমিরাতে অনুষ্ঠিত একটি টি-২০ টুর্নামেন্টে ফিক্সিংয়ের দায়ে তার নামে তদন্ত শুরু করে ইউএই ক্রিকেট বোর্ড।

চলতি বছরের জানুয়ারিতে আইসিসি লোকুহেতিগের বিপক্ষে তিনটি আইনের লঙ্ঘণ হয়েছে, এমন অভিযোগের প্রমাণ খুঁজে পায়। ম্যাচের ফল পরিবর্তনের লক্ষ্যে তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ চুক্তি, কিংবা চুক্তির মধ্যস্থতা করা কিংবা তথ্য সরবরাহ করা।ব্যক্তিগতভাবে হোক কিংবা অন্য যে কোনোভাবে প্রথম অপরাধের সঙ্গে নিজে জড়িত থাকা। 

আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের কাছে অভিযোগের বিপক্ষে কোনো প্রমাণ কিংবা কাগজপত্র হাজির করতে না পারা এবং অসহযোগিতা করা। শ্রীলংকা জাতীয় দলের হয়ে যাত্রাটা খুব বেশি বড় নয়। মাত্র ৯টি ওয়ানডে এবং ২টি টি-২০ খেলেছেন তাও সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন ২০১৩ সালে।

মন্তব্যসমূহ (০)


Lost Password