আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে সোহেল-ইশরাক

আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে সোহেল-ইশরাক
MostPlay

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে পুলিশ হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে আহত করেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রকৌশলী ইশরাক হোসেন আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছেন।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, আগের কমিটির সহসাধারণ সম্পাদক আলামিন খান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, ঢাকা জেলার সহসভাপতি মো. তমিজ উদ্দিন, হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার ছাত্রদলের নেতা রাহাত হোসেন, উজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ ব্যাপারি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নেতা কামরুজ্জামান, টঙ্গি থানা ছাত্রদলের মনিরুজ্জামান প্রমুখের খোঁজ-খবর নেন বিএনপির দুই নেতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসভাপতি মামুন খান, আশরাফুল ইসলাম লিংকন, ওমর ফারুক কাওসার, পাভেল সিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যু্গ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম প্রমুখ।

হাসপাতালে গণমাধ্যমকে হাবিব-উন নবী খান সোহেল বলেন, আমাদের এ সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহত নেতাকর্মীর দ্রুত সুস্থতা কামনা করছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password